বাংলা নববর্ষের কিছু অজানা তথ্য
পুরাতনকে আগলে রেখে নতুনকে সাদরে অভ্যর্থনা জানানো বাঙালির মজ্জাগত বৈশিষ্ট্য। আর এভাবেই পুরোনো একটি বছর পার করে নতুন বছরের প্ৰথম দিনটিকে উৎসাহ আর উদ্দীপনার সাথে আমন্ত্রণ জানাতে বাঙালির এই বিশেষ উৎসব - পয়লা বৈশাখ, যা বাংলার নববর্ষের প্রথম দিনটিও বটে।